স্কুল খুললে কিভাবে ক্লাস নেওয়া হবে

 

Sk Sohan


দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও শুরুতে একসঙ্গে সব শ্রেণির ক্লাস হবে না।  ধাপে ধাপে বিভিন্ন শ্রেণির ক্লাস  হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি আজ শুক্রবার গণমাধ্যমকে জানান, প্রথমে হয়তো এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং আগামী বছরের পরীক্ষার্থী প্রতিদিনই ক্লাস করবে। বাকি শ্রেণির ক্লাস হয়তো গোড়াতে এক দিন করে হবে। পরে অবস্থা বুঝে ধীরে ধীরে তা বাড়ানো হবে। একই সঙ্গে অনলাইন ও টেলিভিশনের ক্লাসও চলবে।

No comments

অনার্স ১ম বর্ষের পরিক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২১ SK Sohan স্পেশাল সাজেশন

 অনার্স ১ম বর্ষ পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২১ বিভাগঃ হিসাববিজ্ঞান বিষয় অর্থায়নের নীতিমালা (বিষয় কোডঃ ২১২৫০৩) SK Sohan স্পেশাল সাজেশন ৯৯% কমন...

Powered by Blogger.